হাটহাজারী থানা পুলিশ ১৭টি মাদক মামলার আসামি মো. নাসির উদ্দীন প্রকাশ নাছির বুলুকে ১০৫ ইয়াবাসহ আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বজল কোম্পানির নতুন বাড়ির সামনে গোয়াল পুকুরের পাড় থেকে তাকে আটক করা হয়। আটক নাছির ওই এলাকার মৃত নুর মিয়া ড্রাইভারের পুত্র। হাটহাজারী থানার ওসি রুহুল আমীন সবুজ বলেন, মডেল থানায় আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।