হাটহাজারী থানার ৮টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার দিবাগত রাতে রাউজানের জলিল নগর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী থানার বড় মৌলানা বাড়ির মো. ওমর ফারুকের ছেলে। সূত্র জানায়, র্যাব–৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়েজ উল্লাহ রাউজানের জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। র্যাব বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রামে এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত মো. ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজের বিরুদ্ধে হাটহাজারী থানায় ৮টি মামলার তথ্য পাওয়া যায়। আসামিকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় হয়েছে