হাটহাজারীতে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওতাধীন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় বনবিভাগের আওতায়ধীন গহীন জঙ্গলে এটি অবমুক্ত করা হয়। রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি সংগঠনের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। পরে আমাদের আওয়াতাধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, মো. হাসমত, এফজি জসিম উদ্দিন, এফজি রওশন আলী।

পূর্ববর্তী নিবন্ধবনভূমির মাটি কেটে পাচার একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধএম এম সালেকের ইন্তেকাল