হাটহাজারীতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে প্রায় দশ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহানের নেতৃত্বে হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে একটি চক্র চট্টগ্রাম জেলা পরিষদের (ছয় শতক) মূল্যবান এসব সম্পদ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে তাতে ব্যবসা পরিচালনা করে আসছিলো। গতকাল সকালে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে প্রথমে কয়েকজন ব্যবসায়ীর বাধার মুখে পড়েন জেলা প্রশাসন। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় অবৈধভাবে নির্মিতব্য স্থাপনা ভেঙে গুড়িয়ে টিনের ঘেরা দিয়ে তাতে জেলা পরিষদের সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান জানান, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












