হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়ার হোসেন এলাহী বাচা(৪০) হত্যাকাণ্ডে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) নিহতের ভাই মোহছেন এলাহী বাদী হয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি এইচ এম হাসেম সহ ১৪ জনের নামোল্লেখ ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে বিবাদী করে এ হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ইতিমধ্যে মামলার প্রধান আসামী কালা বাদশাহ পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র মো. রাশেদ হোসেন(৪০), মৃত ফজু মিয়ার পুত্র যুবলীগ নেতা এইচ এম হাসেম(৩৪) ও আরেক আসামী মৃত মোহাম্মদ হাসানের পুত্র মো. হারুন প্রকাশ বাসেককে(৫০) আটক করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান।
উল্লেখ্য, মসজিদ ও মাদ্রাসার আর্থিক দ্বন্দ্বকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় নৃশংসভাবে খুন হন কালা বাদশাহ পাড়ার শেখ আহম্মদ ডাক্তারর বাড়ির মৃত লতু মিয়া মিস্ত্রির পুত্র হোসেন এলাহী বাচা।
এ ঘটনায় মারাত্মক আহত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের আরেক সহোদর মোমেন এলাহী কালু(৩৮)।