টঙ্গির ইজতিমা ময়দানে তাবলীগ জামাতের জোড়ে অংশগ্রহণকারী উলামায়ে কেরামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদে জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আযোজনে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কাজী শফিউল্লাহ সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে মাওলানা শফিউল্লাহ, মাওলানা ওজাইর হামেদী, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা আবরার কাউসার, মাওঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো চত্তর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড কলেজ গেইট দিয়ে কাচারি সড়ক হয়ে পুনরায় ডাকবাংলো চত্তরে এসে মাও. হাফিজুর রহমানের পরিচালনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।