হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। শনিবার (১ মে) সকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা।
তিনি বলেন, আজ সকালে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। মাওলানা জাফর আহমদকে গত ২৬ মার্চ হাটহাজারী থানায় হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়। ইতোমধ্যে আদলতে প্রেরণ করা হয়েছে।-বাংলানিউজ