হাটহাজারীতে হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ও স্থানীয় কামাল পাড়া মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা এমরান সিকদার নামক এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় আইন-
শৃঙ্খলাবাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে গ্রেপ্তার করে সিএনজি যোগে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেল ২৬ মার্চ হাটহাজারী মডেল থানায় হামলা, ভূমি অফিস-সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, ডাক বাংলাতে হামলা, হাটহাজারী মাদরাসা সংলগ্ন নাজিরহাট মহাসড়কে ৬/৭ ফুট ইটের দেয়াল নির্মাণ করে ব্যারিকেড সৃষ্টিতে তার নেতৃত্ব ছিল। তবে বিষয়টি নিশ্চিত করতে থানার ওসির মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ১১ ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধনাশকতা ঠেকাতে রেলস্টেশনে মহড়া