হাটহাজারীতে হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে একটি হত্যা মামলার প্রধান আসামি মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে নগরীর বহদ্দারহাট এলাকা তাকে গ্রেপ্তার করে র‌্যাব এবং গতকাল বৃহস্পতিবার সকালে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মহিউদ্দিন উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মদন তালুকদার বাড়ির ফরিদ আহাম্মদের পুত্র। হাটহাজারী থানার উপপরিদর্শক মোবারক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসংগত, গত ৮ জুন রাত ১১টার দিকে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওই এলাকার রাজমিস্ত্রি আবুল ফয়েজের পুত্র ছাত্রদল কর্মী মো. আরিফ। পরে বুধবার ভোর রাতের দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে ভাইজন বাহিনী প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে প্রধান ও সুনির্দিষ্ট দুইজনসহ ১০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত বাড়ছেই
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার