হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ২:১৩ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৯ মে) বেলা এগারটার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে পৌরসদরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহসান লাভু হাটহাজারীর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা পৌরসদরের নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৩১ আগস্ট মাসে দায়ের করা একটি হত্যা মামলা এবং অপর একটিসহ মোট দুটি মামলায় তাকে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক শুক্রবার বেলা ১১ টার দিকে দৈনিক আজাদীকে জানান, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পরবর্তী নিবন্ধজাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন কর্ণফুলীর এটিও সৈয়দা আমাতুল্লাহ আরজু