হাটহাজারীতে সড়ক সমপ্রসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক সমপ্রসারন ও ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধন শেষে সড়ক অবরোধ করা হয়। গতকাল রোববার বেলা মির্জাপুর ইউপির চারিয়া নয়াহাট বাজারে চারিয়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়।অবরোধ কালে চারিয়া এলাকায় সমপ্রতি অবৈধ চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় নিহত হাটহাজারী ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী ও চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফের হত্যাকারীর বিচার চেয়ে অবিলম্বে হত্যাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা ।

বিএনপি নেতা নাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকের হোসের, ইট ভাটা মালিক সমিতির সভাপতি সাখায়াত হোসেন শিমুল, মো. আবু সাইদ, আহাদ, মুবিন মারসেন্ট, আবদুল আজিজ, মো.নজরুল, মহিনউদ্দিন, আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ। একইদিন পৌরসভার আব্বাসিয়ারপুল, চারিয়া বুড়িপুকুর পাড়, সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে ও এলাকাবাসী একই দাবিতে মানববন্ধন করেন।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ৯১ চট্টগ্রাম ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধপ্রশান্ত আচার্য্য