হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্যের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র।

জানা যায়, বাংলাদেশ নৌ বাহিনীতে সেইলর (নাবিক) হিসেবে কর্মরত দেলোয়ার ভোর সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় দুর্ঘটনার শিকার হন। ভোরে পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দেলোয়ার কীভাবে সড়ক দুর্ঘটনায় পড়েন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএকসাথে ৫ সন্তানের জন্ম, দুটি ছেলে তিনটি মেয়ে
পরবর্তী নিবন্ধবাংলাদেশি নাবিক প্লাবনসহ চারজনকে উদ্ধার