হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিএনপির একাংশের নেতাকর্মীদের

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ, দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আসার পথে হামলা হয়েছে দাবি করে এর প্রতিবাদে হাটহাজারীর সরকার হাট ও ফতেয়াবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। গতকাল বিকেল প্রায় ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগ হয় সাধারণ পথচারীদের।

বিক্ষোভকারীরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ফজলুল হকের অনুসারি বলে পরিচিত। তারা জানিয়েছেন, চট্টগ্রাম৫ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে এস এম ফজলুল হককে মনোনয়ন দেয়ার দাবিতে গতকাল বিকেল ৪টায় ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও গণ মিছিলএর পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাদের। সমাবেশে আসার পথে চট্টগ্রামখাগড়াছড়ি সড়কের সরকার হাটে নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সরকারহাটে অবরোধ করে বিক্ষোভ করা হয়। হামলার খবর পেয়ে ফতেয়াবাদেও চট্টগ্রামরাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। সড়ক অবরোধ করে রাখায় ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের।

এস এম ফজলুল হকের অনুসারি হিসেবে পরিচিত উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইলিয়াস আলী আজাদীকে বলেন, ‘উত্তর হাটাহাজারীর বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আমরা চট্টগ্রামরাঙামাটিখাগড়াছড়ি সড়কে অবস্থান নিয়েছি। হাজার হাজার নেতাকর্মী এখানে অংশ নিয়েছেন।’

হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ইতোপূর্বে হাটহাজারীতে বিএনপি একজনকে প্রাথমিক মনোনয়ন দেয়। যা হাটহাজারীবাসীর মনঃপূত হয়নি। তারা চায়, চূড়ান্ত মনোনয়ন দীর্ঘ আন্দোলনসংগ্রামের নেতা ফজলুল হককে দেয়া হোক।

কী কারণে সড়ক অবরোধ করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, যারা বিক্ষুদ্ধ তাদের দাবি মনোনয়ন পরিবর্তন করা হোক। হাটহাজারী বড় মাদ্রাসায় মাহফিল হচ্ছে। হেফাজত আমীরের সাথে আমাদের কথা হয়েছে। তিনি অনুরোধ করেছেন রাস্তাঘাটে যেন কোনো ব্লক না হয়, যাতায়াতে যেন সমস্যা না হয়, যেন স্বস্তিতে মানুষ মাহফিলে যোগদান করতে পারে। আমরা সে অনুরোধ রক্ষার চেষ্টা করছি।

ফতেয়াবাদে সমাবেশ :

এদিকে ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে মনোনয়ন দেয়ার দাবিতে সমাবেশ ও গণ মিছিল হয়েছে। হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও উত্তর জেলা যুদলের সহসভাপতি ইলিয়াছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুন্নবী তালুকদার, মো. মীর কাশেম, আলহাজ্ব খায়রুন্নবী, মো. ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, আবদুল রশীদ মেম্বার, কাজী মো. মোহসিন, হাজী মনসুর চৌধুরী, নুরুল আবছার আনছারী, মো. ইদ্রিস, নুর হোসেন মেম্বার, জেলা যুবদলের সহসভাপতি মো. গিয়াস উদ্দিন, শাহ আলম। সমাবেশ শেষে গণ মিছিলটি খাগড়াছড়ি মহাসড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বিএনপির দুর্দিনে দীর্ঘদিনের পরিচ্ছন্ন ও নিষ্কলুষ ত্যাগী নেতা। অন্যায়অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার সাহসী ভূমিকা পালন করায় হাটহাজারী বিএনপি ও সর্বসস্তরের জনসাধারণ ফজলুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তারা হাটহাজারীতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবচনা করে এস এম ফজলুল হককে দলের মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারেক রহমানের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধহাছন রাজার ভাব জগত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ৭