হাটহাজারীর কাটিরহাট বাজারে জয়গুরু জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে থানা পুলিশ তিন চোরকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর আটক করে আটককৃতদের কাছ থেকে প্রায় সাড়ে দশ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
থানার ওসি(তদন্ত) রাজিব শর্মা জানান, কাটিরহাট বাজারে পংকজ হাজারী নামে এক ব্যক্তির জয়গুরু জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে গ্রিল কেটে চোর চুরি করে। চোর এ সময় কথিত দোকান থেকে ৮ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ১৪ ভরি স্বর্ণালংকার, ২৬ হাজার টাকা মূল্যের ১৩ ভরি রূপা ও নগদ ১ লাখ টাকা এবং ২টি চেক বই চুরি করে নিয়ে যায়।
পরদিন দোকান মালিক দোকান খুলে চুরির ঘটনা অবহিত হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫। ধারা ৪৬১/৩৮০।
মামলা রেকর্ড করে পুলিশ তদন্ত শুরু করার পর এক পর্যায়ে পুলিশ আসামিদের অবস্থান নিশ্চিত করে আটকের জন্য অভিযান শুরু করে।
অভিযানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. মফিজুর রহমানের পুত্র মো. মহিবুল্লাহকে(৫০) হাটহাজারীর বড় দিঘীর পাড় থেকে, মো. মনির উদ্দিনের পুত্র মো. রুবেলকে(২৯) চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহর থেকে এবং মো. সেকান্দরকে(৪২) পশ্চিম দেওয়াননগর থেকে গ্রেফতার করা হয।
আটককৃতদের কাছ থেকে প্রায় সাড়ে দশ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আটককৃতদের আজ শুক্রবার (২২ জানুয়ারি) কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাতের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।