হাটহাজারীতে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাহিন উদ্দিন (১৫) প্রকাশ তাছিম নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ঘাটকুল নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলশিক্ষার্থী মাহিন উদ্দিন হাটহাজারী পৌরসভার পশ্চিম দেয়াননগর এলাকার মো. জমিরের (জামাই মন্নান) পুত্র। সে ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা যায়, ঘটনারদিন সন্ধ্যায় স্কুল শিক্ষার্থী তাছিমের বাবা বাড়িতে এসে ঘরে ঢুকে ছেলেকে সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলতে দেখে দড়ি কেটে তাকে নিচে নামিয়ে দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-মমতার ইন্ধনে বাংলাদেশ হাইকমিশনে হামলা : নোমান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া প্রবাসী খুনের ঘটনায় মামলা, গ্রেফতার এক