হাটহাজারীতে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গত রবিবার পার্বতী মডেল সরকারি উচ্চ মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার হ্যান্ডবলে কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ৫-৩ গোলে ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে তুমুল বৃষ্টি শুরু হলে লটারির মাধ্যমে কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এতে রানার আপ হয় মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বি মুকুট অর্জন করে। প্রতিযোগিতার খেলা শেষে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মুসলিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও নাঙ্গলমোড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ চৌধুরী, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম সহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ।

পূর্ববর্তী নিবন্ধপাপনের লক্ষ্য ২০২৪ বিশ্বকাপ
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরের আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করতে চায় বাংলাদেশ