হাটহাজারীতে স্কুলের জায়গা থেকে দখলদারদের উচ্ছেদ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দখল হওয়া জমি দখলমুক্ত করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে এসব ভূমি উদ্ধার করেন।
জানা যায়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর উচ্চ বিদ্যালয় দুই প্রতিষ্ঠানের কিছু জায়গা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী লোকজন অবৈধভাবে দখল করে রেখেছিল।
সম্প্রতি অবৈধ দখলে থাকা সম্পত্তির পাশে বহুতল পাকা মার্কেট নির্মাণ করতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ধ্বসে পড়ে। বিষয়টি স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদকে অবহিত করলে তিনি দ্রুত স্কুলের জায়গা উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
তিনি স্কুলের জায়গা পরিমাপ করে দেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহকে দায়িত্ব প্রদান করেন। এসি ল্যান্ড ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে গতকাল বৃহস্পতিবার জায়গা পরিমাপ করে অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি পৌর এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধজিয়া স্মৃতি জাদুঘর নিয়ে বাড়াবাড়ি মুক্তিযুদ্ধ অবমাননা