হাটহাজারীতে সেগুন কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৫:৩৪ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসদর এলাকা থেকে জিপ সহ ৪৫.৩৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ।

গতকাল শুক্রবার পৌরসদরস্হ হাসপাতাল সড়কে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এ জিপসহ সেগুন কাঠ জব্দ করা হয়। পরে জিপটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

স্থানীয় বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নির্দেশে পৌরসদরস্থ হাসপাতাল সড়কে স্থানীয় বিট কাম চেক স্টেশনের রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর নেতৃত্বে জিপ সহ ৬২ টুকরো (৪৫.৩৭ঘ নফুট) সেগুন কাঠ জব্দ করা হয়।

এ সময় গাড়িচালক পালিয়ে যাওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায়পূর্বক গাড়িটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়। পরে জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশনে হেফাজতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ৬২ টুকরো সেগুন কাঠ নম্বরবিহীন একটি জিপ সহ আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাপূর্বক গাড়িটি অবমুক্ত করা হয়। কাঠগুলো স্টেশনের হেফাজতে রয়েছে।”

এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধশনাক্তের হার আরও বাড়ল