হাটহাজারী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৪৪ টুকরো সেগুন কাঠ জব্দ করেছে। আজ বুধবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার উদালিয়া সন্দ্বীপ পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও মোহাম্মাদ রহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উদালিয়া সন্ধীপ পাড়া এলাকায় আজ অভিযান পরিচালনা করে পাহাড়ের পাদদেশে লতাপাতা দিয়ে লুকিয়ে রাখা অবস্থা থেকে ৪৪ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়েছে। এসব কাঠ পাচারের জন্য রাখা হয়ে ছিল যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা।