হাটহাজারী পৌরসভা এলাকায় একটি দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বাস স্টেশনস্থ ইদ্রিস টাওয়ারের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাস স্টেশন এলাকার ভাই ভাই ঝাল বিতানের টিনের তৈরি কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।