হাটহাজারীতে সিলিন্ডার লিকেজ থেকে দোকানে আগুন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভা এলাকায় একটি দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বাস স্টেশনস্থ ইদ্রিস টাওয়ারের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাস স্টেশন এলাকার ভাই ভাই ঝাল বিতানের টিনের তৈরি কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মঞ্জিলে মকছুদ অর্জনের অনন্য সোপান গাউছুল আজম (রা.) এর ত্বরিকত’
পরবর্তী নিবন্ধপটিয়ায় কেডিএস গ্রুপের শীতবস্ত্র পেল ২৫ হাজার দরিদ্র নারী-পুরষ