হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় আফরোজা বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে মহাসড়কের শাহাজাহান রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
আহত নারী ছাদেকনগর এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল আফরোজা বেগম মহাসড়ক পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি টেঙির ধাক্কায় অহত হন।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। গত বুধবারও এই মহাসড়কের নুর আলী মিয়ারহাট নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় আনিশা আকতার (১৭) নামে নাজিরহাট কলেজের ১ম বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছিল। সে ফরহাদাবাদ ইউনিয়নের সুন্দর পাড়ার খোরশেদ আলম কন্যা। ওইদিন মহাসড়কের হালদা প্যারালাল খাল সংলগ্ন এলাকায় মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার ফজলুল কাদের স্ত্রী লায়লা বেগম নামে (৬৫) অপর এক নারী সিএনজি টেক্সি থেকে সিটকে পড়ে আহত হয়। তারা বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছেন।