হাটহাজারীতে দুটি সিএনজিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।তারা হলেন, মোঃ রুবেল (২৮), রমজান আলী (৩২), মোঃ বেলাল (৩৯) ও মোঃ খোরশেদ (৩০)। গতকাল রোববার ভোর রাতে চট্টগ্রাম শহর ও পটিয়ার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় দুটি সিএনজি টেঙি।
পুলিশ সূত্র জানায়, আসামি রুবেল ও রমজান আলী কৌশলে সিএনজি চুরি করে বেলাল ও খোরশেদের কাছে বিক্রি করে থাকে। এক্ষেত্রে পলাতক আসামি হাসান টেম্পারিং করে ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর পরিবর্তন করে ভূয়া কাগজপত্র প্রস্তুত করে। পুলিশ আরোও জানায়, রুবেল ও রমজান আলী সিএনজি চুরি করার পর ওই সিএনজি মালিকের সাথে যোগাযোগ করে সিএনজি ফেরত দেওয়ার কথা বলে টাকা আদায় করে। তেমনি একটি ঘটনা ঘটে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোঃ সুমনের (৩৭) সাথে। সুমন বিকাশে দুই দফা মোট ৩৮,৫০০ টাকা দিলেও সিএনজি ফেরত পাওয়া যাবে না বুঝতে পেরে হাটহাজারী মডেল থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রুবেলকে আটক করে। পরে রুবেলের দেয়া তথ্যে রমজান আলী, বেলাল ও খোরশেদকে আটক করে। এই ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে দুটি সিএনজি টেঙি উদ্ধার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যরাও পুলিশের নেটওয়ার্কের আওতায় রয়েছে। তাদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।