হাটহাজারী থানাধীন হাজিরতলী পাহাড়ি এলাকা থেকে সিএনজি চোর চক্রের মূল হোতা ও এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত আসামি রাহাত মিয়া (২০) গ্রেপ্তার হয়েছে। গত বুধবার দিবাগত রাতে র্যাব-৭ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাহাত মিয়া হাটহাজারী পৌরসভার আলীপুর ছালামত উল্লাহ টিপুর পুত্র।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ এপ্রিল রাতে সিএনজি চালক মো. আলমগীর চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তায় পৌঁছালে রাহাত মিয়া এবং তার সহযোগী শহিদুল ইসলাম সিএনজি থামিয়ে নাজিরহাট যাবে কিনা জিজ্ঞাসা করে। তখন আলমগীর এবং তার সঙ্গে থাকা চাচাতো ভাই গাড়ি থেকে নেমে ভাড়া নিয়ে কথা বলার এক পর্যায়ে রাহাত মিয়া ও তার সহযোগী কৌশলে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনায় সিএনজি চালক রাহাত মিয়া এবং তার সহযোগী শহিদুলকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, আসামি রাহাত মিয়া গ্রেপ্তার এড়াতে হাটহাজারী থানাধীন হাজিরতলী এলাকায় আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সে। তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।