হাটহাজারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মো. দুলাল (৫০) নামে কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে হাটহাজারী থানাধীন কুয়াইশ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর বুড়িশ্চর ইউনিয়ন এলাকার মৃত সুলতান আহম্মদের পুত্র। গতকাল শনিবার দুপুরের দিকে র‌্যাবএর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাটহাজারী থানার একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি দুলালকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।

হাটহাজারী থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বেলুচিস্তানে ১৮ সেনা ও ২৩ বিচ্ছিন্নতাবাদী নিহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খালে ডুবে এক ব্যক্তির মৃত্যু