হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলার ২নং ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার শারমিন। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কাটিরহাট এলাকায় এক ব্যক্তি সরকারি ভিপি জায়গা বিধি মোতাবেক সরকার থেকে লিজ নেয়। এই লিজকৃত জায়গা অন্য এক ব্যক্তি অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে রাখে। বিষয়টি অবহিত হয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমে ঘটনার সত্যতা পায়। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকার থেকে লিজ নেওয়া ব্যক্তিকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হয়।