হাটহাজারীতে সমাজসেবা দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে নানা কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা সমাজ সেবা দপ্তর এ উপলক্ষে দুই জনকে আত্ম কর্মসংস্থান সৃষ্টির জন্য একজন প্রতিবন্ধীকে একটি রিকশা ও একজনকে বেকারি সামগ্রী প্রদান এবং ১২ টি সামাজিক সংগঠনকে সমাজ কর্মের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এবারের সমাজ সেবা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা সমাজসেবায়’। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন বোরহান উদ্দিন,মো. সোহেল রানা ও রেজাউল করিম বাবু। শেষে সমাজ সেবা কার্যক্রম বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের প্রতিনিধিদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ মহানগর শাখার সেমিনার
পরবর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব বান্দরবানের আর্থিক সহায়তা প্রদান