হাটহাজারীতে মো. মানিক (৪৫) ও বুলু বড়ুয়া (৫০) নামের দুই ব্যক্তি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার এবং অপরজন দ্রুত যান বাস সার্ভিসের হেলপার বলে জানা গেছে।
বুধবার (১৭ জুলাই) সকাল দশটার দিকে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. মানিক হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোজাফফরপুর গ্রামের ওয়াহিদ ফকিরের বাড়ির মৃত শাহা আলম।
দ্রুত যান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না জানান, মঙ্গলবার রাতে আমানবাজার এলাকায় ট্রাক ড্রাইভার বুলুর সাথে তর্কে জড়িয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খন্দকিয়ার মো. কামালের পুত্র মো. আরিফ হঠাৎ ট্রাকের দরজা খুলে চালকের আসনে বসে থাকা ড্রাইভার বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে।
পরে পেছনে থাকা নগরমুখী দ্রুত যান সার্ভিসের (চট্ট মেট্টো ১১-১৭-৪২) বাসটি দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ঘাতক আরিফ। এতে গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বেলা ১২টার দিকে জানান, নিহত ট্রাক চালক ভুলু বড়ুয়া ফটিকছড়ি উপজেলার পাইনদং হাচ্ছিকিয়ার হিমাংশু বড়ুয়া পুত্র। তিনি এ ঘটনার উপযুক্ত বিচারেরও দাবি জানিয়েছেন।
মেখল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন বুধবার বেলা সাড়ে দশটার দিকে দৈনিক আজাদীকে জানান, মোজাফপরপুর গ্রামের নিহত দ্রুতযান সার্ভিসের হেলপার মানিক ৪ কন্যা সন্তানের বাবা ছিলেন।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম বুধবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে বলেন, ঘাতক সিএনজিচালিত অটোরিকশা চালক আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।