হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবক নিহত, আহত ৫

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (১৭) নামের রাউজানের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকার চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ থেকে নিজ বাড়ি রাউজান ফেরার পথে ইমন হোসেনকে বহনকারী সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থান অতিক্রম করার সময় ফটিকছড়িমুখী “মা মনি এন্টার প্রাইজ” নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা যাত্রী ইমন হোসেনের মৃত্যু হয়।

একই ঘটনায় সিএনজি চালক মিরাজ (২৫), যাত্রী মিনহাজ্ব (১৮), রায়হান (১৯) সহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত ঠিকানা ও অন্যান্যদের নাম পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পর আশপশের লোকজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি এবং দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম থ ১৪-৭৯৯৭, ও চট্টগ্রাম থ ১১-৮০৯৩) দুটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর পর বাস চালক পালিয়ে যায়।

জানতে চাইলে হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া দৈনিক আজাদীকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র ইমন হোসেনের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএ দেশে সকল সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গৃবহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা