হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৫ অপরাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ওসমান গনি (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশস্থ নতুন রাস্তার মাতা সংলগ্ন ফয়সাল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ শফিউল করিম দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম জানান, ওসমান গণি চাঁন্দগাও থানাধীন উত্তর মোহুরার তাজ মাঝির বাড়ির মরহুম আবুল কাশেম সওদাগরের পুত্র। তিনি নজুমিয়াহাটস্থ শেখ মার্কেটের ‘আজওয়া ফাস্ট এন্ড টেস্টি’ নামক প্রতিষ্ঠানের মালিক।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মো. ওসমান গণির মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক ওসমান গণি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যান ত্রিমুখী সংঘর্ষে ২৫ জনেরও বেশি আহত
পরবর্তী নিবন্ধইয়াবা নিয়ে মোটরসাইকেলে কর্ণফুলী টানেল পার! পতেঙ্গা প্রান্তে ধরা