হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ আহত ৪

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষিকা, চালকসহ ৪ যাত্রী আহত হয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভার সুবেদার পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক মো.রফিক (৩৫), স্কুল শিক্ষিকা রেজওয়ানা ইয়াসমিন (৩৫), শেলী খাস্তগীর (৫৮), সায়মা আক্তার (৩০)। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর ছিপাতলী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ৩ শিক্ষিকাকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি হাটহাজারী বাস স্টেশনের দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে আশে পাশের লোকজন ছুটে এসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনায় সিএনজি চালক রফিক গুরুতর আহত হয় বলে জানান তার ভাই হানিফ।

পূর্ববর্তী নিবন্ধএমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় জীপ উল্টে পথচারী বৃদ্ধা ও ৫ নারী শ্রমিক আহত