হাটহাজারীতে শাহ মনোহর (রা.) এর বার্ষিক ওরশ কাল

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই (সফিনগর) গ্রামের হিম্মত চৌধুরী বাড়ি সংলগ্ন হযরত শাহ মনোহর (রা.) এর বার্ষিক ওরশ কাল বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছেসকাল ৯টায় মাজার গোসল, ১০টায় খতমে কোরআন ও খতমে গাউছিয়া, বাদ আসর আলোচনা সভা ও মিলাদ এবং বাদ এশা আখেরি মোনাজাত। এছাড়া রাতভর চলবে ছেমা মাহফিল। ওরশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইইউর পণ্যে শুল্ক শিগগির : ট্রাম্প
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আ. লীগ নেতা গ্রেপ্তার