হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই (সফিনগর) গ্রামের হিম্মত চৌধুরী বাড়ি সংলগ্ন হযরত শাহ মনোহর (রা.) এর বার্ষিক ওরশ কাল বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ৯টায় মাজার গোসল, ১০টায় খতমে কোরআন ও খতমে গাউছিয়া, বাদ আসর আলোচনা সভা ও মিলাদ এবং বাদ এশা আখেরি মোনাজাত। এছাড়া রাতভর চলবে ছেমা মাহফিল। ওরশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।