হাটহাজারীতে হজরত শাহসুফি রুহুল আহম্মদ শাহের ৫৮তম বার্ষিক ওরশ শুক্রবার (১১ এপ্রিল) বাদ আসর সালাতু সালাম মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সালাতু সালাম মাহফিলে বক্তারা বলেন, মহান আউলিয়া কেরামের অনুসরণ ব্যাতিরেকে মহান আল্লাহতাআলার ও প্রাণাধিক প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর হওয়া অসম্ভব। তাই মহান আল্লাহর আউলিয়া পীরে কামেল হযরত শাহাছুফি রুহুল আহম্মদ শাহা রাহমাতুল্লাহি আলাইহি’র দিক নির্দেশনায় পরিচালিত মহান প্রণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের শুভাগমন দিবস অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ মহান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম ও জামে আউলিয়া সম্মেলন এবং পীরে কামেল হযরত শাহাছুফি রুহুল আহম্মাদ রহমতুল্লাহি আলাইহি এর ৫৮ তম বার্ষিক ওরশ মোবারক পীরে কামেল হযরত শাহ ছুফি রুহুল আহম্মদ স্মৃতি সংসদ কর্তৃক সফল ভাবে সম্পন্ন হয়। ওরশ উপলক্ষে হাজারো মুরিদ ভক্তের উপস্থিতিতে হাটহাজারীর মাজার শরিফ প্রাঙ্গণে মহান আওলিয়া কেরাম এর শান মান ও মিশন অর্থাৎ যাদের আগমনই ঈমান দ্বীনের প্রচার হকের ধারায় মহান আল্লাহতাআলার পথের আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি।