হাটহাজারীতে শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড় কল্যাণ সমিতির জয়

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারী স্পোর্টস ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বরণে ফুটবল আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হাটহাজারী ফুটবল একাডেমির বিরুদ্ধে ১০ গোলে জয় পেয়েছে হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতির সাঈদ দলের পক্ষে একমাত্র জয়সুচক গোলটি করে । খেলায় হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতির গোলরক্ষক আবু বক্কর ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন হাটহাজারীর উন্নয়ন সচেতন নাগরিক কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দীন রাসেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী স্পোর্টস ক্লাবের সহসভাপতি এডভোকেট এস.এম. ফরহাদ চৌধুরী সেলিম। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন খেলার হাটহাজারী খেলোয়াড় সমিতি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শাহ রিয়াজ উদ্দীন আমিন। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার হোসেন মেহেদি, আবুল বশর, মোঃ রাশেদ ।

পূর্ববর্তী নিবন্ধবাবা হারালেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন
পরবর্তী নিবন্ধবাবাকে হারিয়ে শোকে স্তব্ধ ভেল্লালাগে সমবেদনা জানালেন লিটন দাস- মোহাম্মদ নবী