হাটহাজারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

কনভেনশন হল ম্যানেজারকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন গতকাল সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে কনক কনভেনশন হলের ম্যানেজারকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, কনক কনভেনশন হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে লাউড স্পিকার, মাইক ও এম্পলিফায়ার ব্যবহার এবং অনুমোদিত সীমার বাইরে সাউন্ড সিস্টেম চালানোর অভিযোগে ম্যানেজার মো. ওসমানকে (৩৫) দণ্ডিত করা হয়। তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সকল কনভেনশন হলসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, জনগণের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুলে স্বপ্ন বোনা শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ
পরবর্তী নিবন্ধভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে সিডিএর কর্মশালা