হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘লং পিচ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার। ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের নোয়াশাহপাড়া ও সিকদারপাড়া ক্রিকেট একাদশ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ মহসীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমুল হুদা আজমুল, হারুন উর রশিদ, নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফরিদ মাহমুদ আম্মার, শাহাদাত হোসেন এরশাদ, মোহাম্মদ ওসমান, হুমায়ন রশিদ মনি প্রমুখ। পরে অতিথিবৃন্দ টুর্নামেন্টের উদ্বোধন করেন।