হাটহাজারীতে র‌্যাবের অভিযান ইয়াবাসহ আটক ২

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ১৫শ পিস ইয়াবাসহ ২যুবককে আটক করেছে র‌্যাব-৭ সিপিসি২ হাটহাজারী ক্যাম্প।
গত বৃহস্পতিবার পৌরসদরস্থ ৭নং ওয়ার্ড আলমপুর খিলপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ৪ নং ওয়ার্ডের মো. কালু মিয়ার পুত্র মো. হামিদ হাসান (২১) একই এলাকার মো. কলিমুল্লার পুত্র মো. ইলিয়াছ ( ২০)। র‌্যাব-৭ সিপিসি২হাটহাজারী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরস্থ আলমপুর খিলপাড়া এলাকায় সাব্বির কোম্পানীর ঘরে অবস্থান রত দুই ব্যাক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসবাদে আটক হামিদ হাসান ও ইলিয়াস স্বীকার করে বিক্রয়ের জন্য তাদের হেফাজত রাখা ১৫শত পিস ইয়াবা রয়েছে। পরে দুজনকে তাদের হেফাজতে থাকা ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে র‌্যাব-৭ সিপিসি২হাটহাজারী ক্যাম্প ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন