হাটহাজারীতে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করায় পৌরসভার বউ বাজার সংলগ্ন শামস টাওয়ারের কিচেন ডেইরি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, শামস টাওয়ারের দ্বিতীয় তলায় কিচেন ডেইরি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রেস্টুরেন্টে মেয়াদউত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করে তৎক্ষনিক জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের মাইন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার