হাটহাজারীতে রুমে আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৩:১৬ অপরাহ্ণ

হাটহাজারীতে বাসার রুমে আটকা পড়া তাহসিফ আরমান শাফি নামের দুই বছর নয় মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

সোমবার (২৪ মার্চ) বেলা এগারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চবিস্থ দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশু শাফি উল্লেখিত এলাকার ভাই ভাই প্যালেস নামক ভবনে বসবাসকারী একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার মো.সাইদুর রহমানের পুত্র।

উদ্ধার করা শিশুশাফি বাবা সাইদুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে উল্লেখিত ভবনের ২য় তলার বাসায় শাফি খেলাধুলা করার সময় একটি রুমে দরজার লক পড়ে ভেতরে আটকা পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা অনেক চেস্টা করেও লক খুলতে না পারায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

পরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ২০ মিনিটের মধ্যে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ প্রায় ত্রিশ মিনিট চেস্টার পর ওই দরজার লক খুলে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু
পরবর্তী নিবন্ধলামায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা