হাটহাজারীতে মো. তারেক (২০) নামে এক রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলিট সিটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তারেক দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বোয়ালীয়ারকূল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সে নোয়াখালীর হাতিয়া উপজেলার বেলালের পুত্র। দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসুফ রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ এলিট সিটি এলাকা হতে তারেক নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।












