হাটহাজারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস ও ইট বোঝাই ট্রাক চাপা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৪৫) বছর। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামকাপ্তাই মহাসড়কের কুয়াইশ এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মদুনাঘাট পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রামকাপ্তাই মহাসড়কের কুয়াইশ বঙ্গবন্ধুর ম্যুরাল সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস ও ইট বোঝাই ট্রাকের সাথে চাপা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়ি দুইটির মাঝে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে আটটার দিকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআকুবদণ্ডী হাওলা কুতুবিয়া সিনিয়র মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধচিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিজিট