চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রাস্তার পাশ থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ধলই ইউনিয়নের খন্ডলিয়া গাড়া রাস্তার পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাড়ি ধলই মুনিয়াপুকুরের পূর্ব পাশে রহিমুর দীঘির পাড় এলাকায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, আমরা ঘটনাস্থলে ফোর্সসহ উপস্থিত আছি। বিষয়টি সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।