হাটহাজারীতে রাস্তার উপর থেকে সরানো হচ্ছে দেয়াল

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ১০:১৬ অপরাহ্ণ

হাটহাজারীতে গত শুক্রবার সংঘটিত ঘটনার ব্যাপারে আজ রবিবার পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড করা হয়নি।
ঘটনার পর হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার জন্য মাদ্রাসার সামনে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইটের গাঁথুনি দিয়ে যে দেয়াল নির্মাণ করা হয়েছিল আজ রাতে দেয়াল তুলে নেওয়ার কাজ করছে স্থানীয়রা।
সেই সাথে সড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বিভিন্ন স্থানে রাস্তার উপর দেওয়া বৈদ্যুতিক খুঁটিগুলোও সরানোর কাজ চলছে।
আজ সোমবার থেকে মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বিক্ষোভকারী মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার ভিতরে ঢুকে পড়েছে।
এদিকে গত শুক্রবারের ঘটনায় শহীদদের স্মরণে আগামীকাল সোমবার সারাদেশে দোয়া মাহফিল এবং আগামী শুক্রবার ২ এপ্রিল বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে হেফাজত।
হেফাজতের পক্ষ থেকে সরকারের প্রতি প্রদত্ত দাবি মেনে নেওয়া না হলে ২ এপ্রিলের বিক্ষোভ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে গতকালের সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার পৌরসভার সাবেক-বর্তমান তিন কাউন্সিলর সহ গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধনয় মাসে সর্বোচ্চ শনাক্ত