দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়ায় পৌরসভার হাটহাজারী বড় মাদ্রাসা সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে অবস্থান নিয়ে কওমি মাদ্রাসা ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মন্দিরের সামনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
কওমি মাদরাসার ছাত্ররা এ মন্দির ছাড়াও হাটহাজারী মডেল থানাসহ বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দিচ্ছেন। এছাড়াও উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র এই হাটহাজারী বাজারে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও সজাগ দৃষ্টি রেখেছেন তারা।
সরেজমিনে গিয়ে মন্দির পাহারারত মাদ্রাসা শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হাটহাজারী শাখার কয়েকজন সদস্যদের সাথে কথা বললে তারা দৈনিক আজাদীকে বলেন, “আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি থানায় মন্দির রক্ষায় টিম গঠন করা হয়েছে। এছাড়া আমাদের কোনো হিন্দু ভাই ডাকলে তাদের পাশে আমাদের কর্মীরা থাকবে। আমরা চাই আমাদের এ দেশের সম্প্রীতির বন্ধন অটুট থাকুক।চলমান পরিস্থিতিতে কোন দুর্বৃত্তরা যাতে তাদের উপাসনালয়ে কোনো আঘাত বা হামলা করতে না পারে সেজন্য আমরা রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছি ।
এ বাজারের এম আলী মার্কেটের ব্যবসায়ী কুতুবউদ্দিন নওশাদ দৈনিক আজাদীকে জানান, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এ বাজারে রাত জেগে পাহারা দেয়াতে আমরা ব্যবসায়িরা বাসায় গিয়ে একটু শান্তিতে নিশ্চিতে ঘুমাতে পারছি।
মন্দিরের নিয়মিত পুজারী বাজারের আরেক ব্যবসায়ী চন্দন নাথ দৈনিক আজাদীকে বলেন, কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সারারাত জেগে থেকে আমাদের মন্দির পাহারা দিচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ রাখছে এটা অত্যন্ত প্রসংশনীয়। আমরা সবাই এখানে মিলেমিশে থাকতে চাই। কোনো সংঘাত চাই না।মাদ্রাসার পাশেই আমাদের মন্দির। এখানে অন্য রকম একটা সম্প্রীতির বন্ধন। আমরা মুসলিম ভাইদের ঈদে দাওয়াতে যাই। আবার তারাও আমাদের বিভিন্ন উৎসবে দাওয়াতে আসেন। বর্তমানে তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবী রাখে। আমরা একসঙ্গে সব সময় এভাবেই থাকতে চাই।”
এদিকে বিএনপি নেতা মীর হেলালের নির্দেশে তার অনুসারীরা গতকাল সারারাত নন্দীরহাট এলাকায়ও মন্দির পাহারা দিয়েছেন বলে জানা গেছে।