বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) রাতে উপজেলার গড়দুয়ারা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গড়দুয়ারা ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ ফখরুল হাসান, প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদল সদস্য সচিব নুরুল কবির তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফোরকান হায়দার বাচ্চু,কাজী মুহাম্মদ এরশাদ উদ্দিন।
গড়দুয়ারা ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল জাবের এর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ হোসেন, যুগ্ম আহবায়ক রোকন হুজুর।
কর্মী সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর অন্যায় নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে, এই ১৭ বছরে যারা হামলা মামলার শিকার হয়েছে, দলের দুঃসময়ে পাশে ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের সাথে সমন্বয় করে চলাফেরা করেছে তাদেরকে এই দলে এবং কমিটিতে জায়গা দেওয়া হবে না তাই যাচাই-বাছাই করে ত্যাগী নেতাকর্মীদের কে কমিটিতে রাখা হবে।
একে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সদস্য আরাফাত, মহিনদ্দীন,শাহজান, জাবেদ, মিন্টু, সোহেল, হেলাল প্রমুখ।