হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারী মডেল থানা পুলিশ ওসমান গনি (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গতকাল বুধবার উপজেলার বিশ্ববিদ্যালয় এলাকার ১নং গেটের পশ্চিম পাশে জনৈক মোহাম্মদ রফিকের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওসমান গনি ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলম ফকির বাড়ির মো. সোলায়মানের মেজো ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা হয়ে একা বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, মরদেহটি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল। পরিবারের সদস্যরা জানান, অভিমান করে সে আলাদা থাকতেন, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।এদিকে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব : হাসনাত
পরবর্তী নিবন্ধসচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা