হাটহাজারীর মির্জাপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে নাসির উদ্দীন প্রকাশ মুছা (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দশটা সাড়ে দশটার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। মুছা স্থানীয় মৃত সোনা মিয়ার পুত্র। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) রাজিব শর্মা ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নাসির উদ্দীন প্রকাশ মুছা নামে এক যুবক তার বাড়ির সামনে খুন হয়েছে। তবে কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করছেন।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা হত্যার বিষয়ে তেমন কিছু জানেন না বলে উল্লেখ করে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।












