হাটহাজারীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ৮:৩৩ অপরাহ্ণ

হাটহাজারীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই অভিযান নেতৃত্ব দেন।

জানা যায়, রাস্তায় অবৈধ ভাবে ফুটপাতের উপর পণ্য রাখা ও আবর্জনা ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে উক্ত অভিযানে পৃথক দুটি মামলানয় মো: খোকন (৪০) ও আলী আকবর (৪০) নামে দুই ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও হাটহাজারী পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযানে সহায়ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধনন্দনকাননে রেস্টুরেন্টে গোপন কক্ষ, ভোক্তার অভিযানে ধরা