হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ দখলদারদের ১ লক্ষ ৩২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল রোববার বিকাল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।
অভিযান সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপি চলা অভিযানে পৌরসভার বাসট্যান্ড মোড় হতে হাটহাজারী অঙিজেন সড়কের আধুনিক হাসপাতালের দক্ষিণ পাশের এম আলম ফিলিং স্টেশন থেকে হাটহাজারী রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের একটি বেসরকারি হাসপাতালের মেইনরোড়ের গেট পর্যন্ত এবং বাস স্টেশনের গোল চত্বরের দক্ষিণ পাশের হাটহাজারী অঙিজেন আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশ থেকে হাটহাজারী নাজিরহাট সড়কের একটি ব্যাংকের সামনে পর্যন্ত সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এসময় বিভিন্ন অপরাধে ইব্রাহীম খলিলকে ১০ হাজার, সগীর আহম্মদ ৫ হাজার, মুসা ১০ হাজার, মো.হারুন ৫ হাজার, সিপাতুল ইসলাম ৫ হাজার, আজাদ ৫ হাজার, কামাল উদ্দীন ২০ হাজার, নাসির উদ্দীন ২০ হাজার, সিজল মিষ্টির দোকানকে ৫ হাজার, খাঁজা বেকারীকে ২০ হাজার, জাফর আহম্মদ সওদাগর কে ২০ হাজার টাকা ও অবৈধ পার্কিংয়ের অপরাধে সিএনজি চালিত অটোরিকশা ছয় চালককে ৫ হাজার ৫ শত টাকা ও একটি অবৈধ জীপ (চাঁদের গাড়ি) কে দুই হাজার টাকাসহ ১৮ টি মামলায় মোট এক লাখ বত্রিশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে রাস্তার দুপাশের সড়ক দখল করা থেকে বিরত থেকে আইন মেনে চলার জন্য সকলকে সচেতন করা হয়েছে। এছাড়াও বাস মালিক ও সিএনজি মালিক সমিতিকে যথাযথ স্থানে পার্কিং ও ট্রাফিক আইন মেনে চলতে নির্দেশ ও বাস স্টেশন এলাকায় বিভিন্ন স্থানে সচেতনামূলক ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্য, হাটহাজারী মডেল থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন জানান, হাটহাজারী পৌরসভার যানজট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে এধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং যানজট নিরসনে দেয়া নির্দেশনা যে বা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১১ অগাস্ট সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার বাজার বাস স্টেশনের যানজট সমস্যা সমাধানে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিলো। সেই সভার আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।