হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরসভার বাস স্ট্যান্ড মোড় হতে থানা পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

জানা যায়, অভিযানে সড়কের দুই পাশের অস্থায়ী দোকানপাট সরানো হয়েছে এবং রাস্তার দুপাশের সড়ক দখল করা থেকে বিরত থেকে আইন মেনে চলার জন্য সকলকে সচেতন করা হয়েছে। এছাড়াও বাস মালিক ও সিএনজি মালিক সমিতিকে যথাযথ স্থানে পার্কিং ও ট্রাফিক আইন মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। ইউএনও জানান, গতকাল যে নির্দেশনা দেয়া হয়েছে তা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আগামীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যানজট ও সড়ক দুর্ঘটনা রোধ এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আগামীকাল সোমবার বেলা ১১টার দিকে হাটহাজারী পৌরসভার বাজারের যানজট সমস্যা সমাধানে উপজেলা অডিটোরিয়ামে সংশ্লিষ্ট সবার সাথে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সভা
পরবর্তী নিবন্ধজুলাই আন্দোলনে সাংস্কৃতিক বিপ্লব ছিলো অনন্য হাতিয়ার