হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৮ জুন, ২০২২ at ৫:১২ অপরাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. তানভীর(১৯) ও সাজেদুল করিম(২০) নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

আজ বুধবার(৮ জুন) বিকাল তিনটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কুমারিকুল রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা উভয়ে ধলই ইউনিয়নের পশ্চিম ধলইয়ের যথাক্রমে মো. জসিম ও সিরাজুদ্দৌলার পুত্র।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে তারা হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হয়।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসক তাসলিমা আকতার সুমি জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধবন্ধুদের সাথে ভ্রমণে এসে বান্দরবানে নারী পর্যটকের মৃত্যু, আটক ২